মঙ্গলবার , ২১ মার্চ ২০১৭ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ট্রাম্পের ফোনে আড়িপাতার প্রমাণ পায়নি এফবিআই

Paris
মার্চ ২১, ২০১৭ ৭:৪৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে তার টেলিফোনে আড়িপাতা হয়েছিলো বলে সম্প্রতি যে অভিযোগ তুলেছেন, তার উপযুক্ত প্রমাণ পায়নি দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা সেবা সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)।

 

সোমবার (২০ মার্চ) বাংলাদেশ সময় দিনগত রাতে এফবিআই’র পরিচালক জেমস কোমির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

 

জেমস কোমিজ জানান, ডোনাল্ড ট্রাম্প আড়িপাতার বিষয়ে যে অভিযোগ তুলেছেন, তদন্তে সেটার পক্ষে উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

 

অবশ্য এফবিআই’র এ তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন হোয়াইট।

 

গত ১৭ মার্চ হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে ট্রাম্প অভিযোগ তুলেছেন- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলসহ তিনি নিজে টেলিফোনে আড়িপাতার শিকার হয়েছিলেন।

 

এই দুই নেতার প্রথম ওব বৈঠকে জঙ্গিগোষ্ঠী আইএসবিরোধী লড়াই, ন্যাটো জোটে সহায়তা বৃদ্ধি এবং ইউক্রেন সংকট সমাধানে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - আন্তর্জাতিক