শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শেষদিনে ১৫ হাজারের ডিম বিক্রি করলো” ভলেন্টিয়ার্স অফ রাজশাহী”

Paris
অক্টোবর ২৫, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক;

শেষ দিনে ১৫ হাজারের ডিম বিক্রি করলো ভলেন্টিয়ার অফ রাজশাহী সেচ্ছাসেবী সংগঠনটি। আজ শুক্রবার ২৫শে অক্টোবর রাজশাহী সিটির মধ্যে আজ শেষ ক্যাম্পেইন ছিলো।

সংগঠনের সাধারণ সম্পাদক নাইম হোসেন বলেন, ডিলার দের অনুরোধে আপাতত ডিম বিক্রি বন্ধ করা হলো। তবে সাধারণ ক্রেতারা যেন সঠিক মূল্য বাজার থেকে ডিম কিনতে পারে এটাই আমাদের প্রত্যাশা। তাই আমরা ডিম ডিলার ও ব্যবসায়িকদের অনুরোধে কিছুদিনের জন্য ক্যম্পইন বন্ধ রাখব। তবে ডিম ডিলাররা কথা দিয়েছে সরকারের নির্ধারিত মূল্যে তারা ডিম বিক্রি করবেন। আমাদের রাজশাহী সিটির মধ্যে ডিমের কাম্পেইন শেষ দিন ছিলো আজ।

ভলেন্টিয়ার অফ রাজশাহী নামক সেচ্ছাসেবী সংগঠনটি গত চারদিনে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে আনুমানিক চল্লিশ হাজারের অধিক স্বল্পমূল্যে ডিম বিক্রিয করেন। আজ শেষ দিনে নগরীর চারটি স্থানে সংগঠনের সদস্যরা ১৫ হাজার স্বল্পমূল্যে ডিম বিক্রি করেন আজকের ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রাজশাহী বিনদপুর, ইমন, মুবাশ্বির, দেলোয়ার, শিলা, মুসকান,ফাতেমা নগরী লক্ষিপুরে, সাকিব,কাইফ, সিহাব,মেহেদি, শিশির, মুন্নুজান জিনারা। নগরী মনিচত্ত্বর, রাহা, সেতু, খাইরুল, উর্মি নাইম, জাহিদ, হাফিজ নগরী হরগ্রাম বাজার, কাফি, হাবিব, সূচনা,সোহাগ,আতিক-সহ সংগঠনের সদস্যবৃন্দ।

 

ভলেন্টিয়ার অফ রাজশাহীর সাধারণ সম্পাদক ইমন জানান, পরবর্তী কর্মসূচি রাজশাহী বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে তারা এই স্বল্পমূল্যের ডিম-সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিক্রয় ক্যাম্পিং চালিয়ে যাবে।

 

সর্বশেষ - রাজশাহীর খবর