সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রেল লাইনে ঘুমন্ত ব্যক্তিকে দেখে থামল ট্রেন, ভিডিও ভাইরাল

Paris
আগস্ট ২৬, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মাঝে মাঝে একটি ভালো ঘুম আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করে দেয়। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এক ব্যক্তি এই উপদেশ গুরুত্ব সহকারে পালন করতে যে এমন এক কাণ্ড ঘটিয়েছেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে ধেখা যাচ্ছে, রেল লাইনের ওপর একটি ট্রেন থেমে আছে এবং কিছু দূরে রেললাইনের ওপর মাথা রেখে এক ব্যক্তি কাত শুয়ে আছেন। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছাতা দিয়ে নিজেকে আড়াল করেছিলেন তিনি।

থেমে থাকা ট্রেনটি থেকে চালক নামেন এবং ওই লোকের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলেন। ওই ব্যক্তি ট্রেনচালককে জানান, আত্মহত্যার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তার ছিল না। ক্লান্তিজনিত কারণে রেললাইনের ওপর শুয়ে ছিলেন, কখন ঘুম এসেছে খেয়াল করতে পারেননি। পরে ওই ব্যক্তি রেললাইন থেকে সরে গেলে যথারীতি ফের স্বাভাবিকভাবে চলতে শুরু করে ট্রেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এলাকায় ঘটেছে এই ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি দেখেছেন ৭ লাখ ৮০ হাজার মানুষ। কয়েক লাখবার শেয়ারও হয়েছে ভিডিওটি। অনেকেই ভিডিওটি শেয়ার করে বলেছেন— ‘পাগল মানুষ’। পাশাপাশি চালকের ট্রেন থামানোর প্রশংসাও করেছেন অনেকে।

সূত্র : এনডিটিভি

 

সর্বশেষ - আন্তর্জাতিক