মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আইএসের ক্ষেপণাস্ত্র পরামর্শক গ্রেফতার

Paris
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১১:১৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গিগোষ্ঠী আইএসের ক্ষেপণাস্ত্র পরামর্শক সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের প্রত্যন্ত ইয়ুং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এক সংবাদ সম্মেলনে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হাইসেম জাহাব।

 

সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি অস্ট্রেলিয়ার ভূখণ্ডে কোনও ধরনের হামলার পরিকল্পনায় যুক্ত ছিল না। তবে সে জঙ্গিগোষ্ঠী আইএসকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে উচ্চ কারিগরি সহায়তা প্রদানের সঙ্গে সম্পৃক্ত ছিল। এটা প্রমাণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে আরও সচেতন থাকতে হবে।

 

৪২ বছর বয়সী হাইসেম জাহাব অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি রাজধানী ক্যানবেরা থেকে ১৫০ কিলোমিটার দূরের নিউ সাউথ ওয়েলসের প্রত্যন্ত ইয়ুং এলাকার বাসিন্দা। স্থানীয় লোকজন তাকে একজন ইলেকট্রিশিয়ান হিসেবেই জানতেন। দেড় বছরের চলা গোপন তদন্তের ভিত্তিতে মঙ্গলবার এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। প্রশিক্ষিত কুকুর ও মেটাল ডিটেক্টর নিয়ে এ অভিযান চালায় পুলিশ।

 

নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে, হাইসেম জাহাব একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে জঙ্গিদের কারিগরি সহায়তা দিয়ে আসছিল। যুদ্ধক্ষেত্রে আগে থেকেই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র কিংবা অস্ত্রের বিষয়ে সতর্কবার্তা দেবে এমন একটি লেজার ডিভাইসের নকশা প্রণয়নেও হাইসেম জাহাবের সম্পৃক্ততা ছিল।

 

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কমিশনার অ্যান্ড্রু কলভিন। তিনি জানান, হাইসেম জাহাবের পরিকল্পনা বেশ গোছানো। আইএসকে সরবরাহ করা তার তথ্যগুলো খুব স্পর্শকাতর। ক্ষেপণাস্ত্র কিংবা লেজার প্রযুক্তির সঙ্গে তার সরাসরি কোনও সম্পৃক্ততা নেই। নিজের আগ্রহেই তিনি এ বিষয়ে পড়াশুনা করেছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক