শনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভোলাহাটে গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

Paris
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমকালো মরহুমা হাজেরা স্মৃতি গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাচ্চামারী ইলেভেন স্টার ক্লাবের আয়োজনে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম সভাপতিত্ব।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ। এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাচ্চামারী ইলেভেন স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গরীবুল্লাহ দবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, বাচ্চামারী ইলেভেন স্টার ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ক্লাবের সদস্যবৃন্দ,সাবেক সদস্যরা সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় ফুটানি বাজার লাল গোলাপ স্পোর্টিং ক্লাব পোল্লাডাংগা ভলিবল দলকে পরাজিত করে।

খেলা শেষে উভয় দলক ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

সর্বশেষ - খেলা