রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এ যেন সুদে-আসলে শোধ নিল ইংল্যান্ড (ভিডিও)

Paris
আগস্ট ২৮, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

লর্ডসে সিরিজের প্রথম টেস্ট তিনদিনে ইনিংস ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।  যা নিয়ে কম সমালোচনা হজম করেনি ইংল্যান্ড দল।

সেই সমালোচনার জবাব ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টে দিল ইংলিশরা।  লর্ডসের ঠিক উলটো ছবি ওল্ড ট্রাফোর্ডে।

দক্ষিণ আফ্রিকাকে ইনিংস পরাজয়ের লজ্জা ফিরিয়ে দিল ইংল্যান্ড।  তাও মাত্র তিনদিনেই!  এ যেন সুদে-আসলে শোধ নিল ইংলিশরা।

ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টেস্টটি এক ইনিংস এবং ৮৫ রানে জিতেছে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ফিরিয়েছে ১-১ সমতা। অলরাউন্ড পারফরম্যান্সে ইংলিশদের জয়ের নায়ক অধিনায়ক বেন স্টোকস।

অধিনায়ক বেন স্টোকস ও বেন ফোকসের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪১৫ তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড।  জবাবে প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা।   অর্থাৎ প্রথম ইনিংসে ২৬৪ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৩ রানে দ্বিতীয়দিন শেষ করা প্রোটিয়ারা কাল তৃতীয়দিনের শুরুতেই ৫৪ রানে তিন উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়ে।

চতুর্থ উইকেট জুটিতে ম্যাচ বাঁচানোর লড়াই চালিয়ে যায় কিগ্যান পিটারসেন ও রাসি ফন ডার ডুসেন। কিন্তু বেশি দূর যেতে পারেননি তারা। দ্বিতীয়বার ১৭৯ রানেই অলআউট হয়েছে প্রোটিয়ারা।

পিটারসন ৪২ আর ডুসেন ৪১ রান করেন। তাদের ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে রবিনসন ৪৩ রানে ৪টি আর অ্যান্ডারসন ৩০ রানে নেন ৩ উইকেট শিকার করেছেন। ২ উইকেট পেয়েছেন সেঞ্চুরিয়ান স্টোকস।

ম্যাচ হাইলাইটস দেখুন –

 

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা