বুধবার , ১৭ আগস্ট ২০২২ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নগ্নতা এড়াতে একতা কাপুরের প্রস্তাব ফিরিয়ে দিলেন কঙ্গনা

Paris
আগস্ট ১৭, ২০২২ ১১:১৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

‘দ্য ডার্টি পিকচার’ বলিউডের অন্যতম ব্যবসা সফল একটি সিনেমা। সিনেমাটি মুক্তির পর বলিউডে ঝড় তুলেছিল। একটি  নারীপ্রধান চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটিকে বলিউডের নারীকেন্দ্রিক অন্যতম সাহসী চলচ্চিত্র হিসেবেই বিবেচনা করা হয়। বলিউডের ‘লেডি আয়রন’ খ্যাত বিদ্যা বালান, যিনি সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেছিলেন, অনেক প্রশংসা অর্জন করেছিলেন এবং এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে আইকনিক চরিত্রে পরিণত হয়েছিল।

তবে বিদ্যা বালানের ভক্তদের জন্য এবার দুঃসংবাদই বটে! কারণ ব্লকবাস্টার এই সিনেমাটির সিক্যুয়েলে থাকছেন না এই শক্তিশালী অভিনেত্রী।

সম্প্রতি ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল তৈরির ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজক একতা কাপুর। তিনি এই সিক্যুয়েলে এবার কঙ্গনা রানাওয়াতকে চেয়েছেন। তবে ‘বোল্ড’ এবং ‘সেক্সি’ চরিত্র এড়িয়ে চলছেন কঙ্গনা। তাই তিনি ‘দ্য ডার্টি পিচকার’-এর সিকুয়েলে কাজ করতে চান না বলে স্পষ্ট জানালেন প্রযোজক একতা কাপুরকে। নিজের ইমেজ নষ্ট করতে চান না বলেই সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কঙ্গনা, এমনটাই জানা গেছে।

কঙ্গনা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর বলিউডের আরেক লাস্যময়ী অভিনেত্রী তাপসী পান্নু এবং সাম্প্রতিক সময়ের সফল নায়িকা কৃতী স্যানন সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করার আগ্রহ দেখিয়েছেন। এখন দেখা যাক, কে হন ‘দ্য ডার্টি পিকচার’-এর পরবর্তী ধামাকা!

 

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন