বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৭ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

টঙ্গীতে রেলসেতুর পাশে আগুন, ট্রেন চলাচল বিঘ্নিত

Paris
ফেব্রুয়ারি ৯, ২০১৭ ১:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বাজার এলাকায় রেল সেতুর পাশে স্তুপকৃত ঝুটের বস্তায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি রেল সেতুর কয়েকটি পিলার ও স্লিপার ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।

এলাকাবাসী ও টঙ্গী ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেল রুটের টঙ্গীবাজার এলাকার পশ্চিমপাশে রেলব্রিজের পাশে স্তুপ করে রাখা পলিথিন ও ঝুটের বস্তায় সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগে। এ সময় স্থানীয়রা এবং খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আতিকুল রহমান জানান, আগুনে পশ্চিমপাশের রেল ব্রিজের পিলার এবং কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই ব্রিজ দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। অপর ব্রিজ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

সূত্র্র: বাংলাট্রিবিউন

সর্বশেষ - জাতীয়