শুক্রবার , ১ এপ্রিল ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চলে গেলেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ

Paris
এপ্রিল ১, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ

আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে হাসান আরিফ চিকিৎসাধীন ছিলেন।

কিডনিজনিত সমস্যার কারণে তার শরীরে ইনফেকশনের মাত্রা বেড়ে যায়।

গত বছরের ২ ডিসেম্বরের শুরুতে তার করোনা শনাক্ত হয়। চার মাস ধরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

জানা গেছে, হাসান আরিফের মরদেহ আগামীকাল শনিবার (২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা হবে।

আবৃত্তিশিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। আশির দশক থেকে সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়