রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আইপিএলে দল পেলেন না বিশ্বকাপজয়ী দুই অধিনায়ক

Paris
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ

আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে ছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়োইন মরগ্যান। তার নেতৃত্বে রানার্সআপ হয়েছিল কলকাতা। কিন্তু ব্যক্তিগত পারফর্মেন্স আর নেতৃত্বে মরগ্যান পাস মার্ক পাননি। চারদিকে শুরু হয়েছিল সমালোচনা।

চরম রান খরায় থাকা এই বাঁহাতি ব্যাটার টি-টোয়েন্টি বিশ্বকাপেও রানের দেখা পাননি। এতেই আইপিএল নিলামে তার কপাল পুড়ল।

পঞ্চদশ আইপিএলের চলতি নিলামে মরগ্যানের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। তার ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। দলের পুরনো  সদস্যদের পুনরায় ফেরাতে নাইট রাইডার্সের বেশ আগ্রহ দেখা গিয়েছিল। তবে দিনেশ কার্তিক কিংবা মরগ্যানকে নিয়ে তাদের কোনো ভাবনা ছিল না। অনেকেই মনে করছেন, বিশ্বকাপজয়ী ইয়ন মরগ্যানের আইপিএল ক্যারিয়ার কি এ যাত্রায় শেষ হয়ে গেল?

এছাড়া অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের বেলাতেও কোনো দল আগ্রহ দেখায়নি। তার বেস প্রাইসও ছিল দেড় কোটি রুপি। আইপিএলের গত নিলামেও তিনি অবিক্রিত ছিলেন। এবার নতুন দুটি দল যুক্ত হওয়ায় আশা ছিল সুযোগ পাওয়ার। কিন্তু অস্ট্রেলিয়ার রঙিন পোশাকের অধিনায়ক এ যাত্রাতেও অবিক্রিত থেকে গেলেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা