রবিবার , ৫ ডিসেম্বর ২০২১ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এবারের ব্যালন ডি’অরটা মেসিরই প্রাপ্য ছিল: রিভালদো

Paris
ডিসেম্বর ৫, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ

সপ্তমবারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গত সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটের অডিটোরিয়ামে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে সপ্তম ব্যালন ডি’অর গ্রহণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি পেছনে ফেলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি ও চেলসির ইতালিয়ান তারকা জর্জিনহোকে। তবে টনি ক্রুশদের মতো অনেকেই বলছেন, লেভানদোস্কির পাওয়া উচিৎ ছিল এবারের ব্যালন ডি’অর। তবে মেসির পক্ষেই অবস্থান নিয়েছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তি রিভালদো। যোগ্য হিসেবেই মেসি বর্ষসেরা হয়েছেন বলে মনে করেন তিনি।

রিভালদো বলেছেন, ‘অনেক বছর পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জিতিয়েছে মেসি। টুর্নামেন্টটির সেরা খেলোয়াড়ও ছিল সে। তাই এবারের ব্যালন ডি’অরটা মেসিরই প্রাপ্য ছিল। সারাবিশ্বে অনেক ফুটবল প্রতিভা আছে। সারাবিশ্বের লোকজনই এখানে ভোট দেয়। তাই বিতর্ক হবেই, এটাই  স্বাভাবিক। মেসি-লেভানদোস্কির পাশার্পাশি করিম বেনজেমার নামও আলোচনায় ছিল। কিন্তু দিন শেষে পুরস্কারটা একজনকেই দিতে হয়।’

সাতটি ব্যালন ডি’অর জিতলেও  মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলতে নারাজ রিভালদো। স্বদেশি পেলেকেই সর্বকালের সেরা হিসেবে বিবেচনা করেন তিনি।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা