শনিবার , ২৩ অক্টোবর ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মহারণের আগে ভারতকে সতর্ক করলেন কোহলির কোচ

নিউজ ডেস্ক
অক্টোবর ২৩, ২০২১ ৭:১০ অপরাহ্ণ

রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে ভারত। এই ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলির বাল্যকালের কোচ রাজকুমার শর্মা।

আইসিসি আয়োজিত ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সাম্প্রতিক ফর্ম বিবেচনায়ও এগিয়ে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

তাই বলে ভারতীয় দল যেনো অতি আত্মবিশ্বাসী না হয়, সে ব্যাপারে সতর্ক করেছেন রাজকুমার। তিনি বলেছেন, ‘ভারতের ক্রিকেট দল পাকিস্তানের চেয়ে ভালো। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হালকাভাবে নেওয়া যাবে না।’

শনিবার ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার শর্মা আরও বলেন, ‘ভারতের অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার জায়গা নেই। কারণ পাকিস্তান এমন একটি দল যারা যেকোনো সময় সবাইকে অবাক করে দিতে পারে।

তবে আরও একবার ভারতের জয়ের ব্যাপারে আশাবাদী কোহলির বাল্যকালের কোচ। তিনি বলেন, ‘ভারত এবং পাকিস্তানের ম্যাচে ভারত সবসময়ই বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করেছে। আমি আশা করি রোববারের ম্যাচেও তা অব্যাহত থাকবে।’

এসময় নিজের শিষ্য কোহলির বর্তমান ফর্মের ব্যাপারে রাজকুমার বলেন, ‘শুরু থেকেই চ্যালেঞ্জ নেওয়ার অভ্যাস রয়েছে কোহলির। সে এটি উপভোগ করে। যেহেতু সে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এখন ভারতের হয়ে বিশ্বকাপ জেতাই তার প্রধান লক্ষ থাকবে।’

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - রাজশাহীর খবর