বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যশ-নুসরাতকে নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী

Paris
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১১:০২ পূর্বাহ্ণ

অভিনেত্রী নুসরাত জাহান নতুন মা হওয়ার পর থেকে যখন তার সঙ্গে যখন ব্যস্ত সময় পার করছেন অভিনেতা যশ দাশগুপ্ত, ঠিক তখনই তাকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ হলো গণমাধ্যমে।

জানা গেছে, নুসরাতের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে যশ বিয়ে করেছিলেন। সেই ঘরে ১০ বছরের ছেলেসন্তানও রয়েছে। তবে আগের স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়েছে।

গত ২৬ আগস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দেন অভিনেত্রী নুসরাত জাহান। ছেলের নাম রাখেন ঈশান। তবে এখনও ছেলের বাবা কে তা জানাননি তিনি। তবে অভিনেতা যশ দাশগুপ্তকেই তার সন্তানের বাবা বলে ধারণা করা হচ্ছে।

যশের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি এতদিন গোপন থাকলেও নুসরাতের মা হওয়ার পর বিষয়টি সামনে আনেন যশের সাবেক স্ত্রী শ্বেতা সিংহ কালহানস।

সম্প্রতি আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন, মুম্বাইয়ে যশের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমাদের ১০ বছরের ছেলেও আছে।

যশের সাবেক স্ত্রী বলে কেউ আপনাকে চেনে না কেন— প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দিন সামনে আসিনি। তাই হয়তো।

নুসরাত জাহানের সঙ্গে যশের সম্পর্ক নিয়ে শ্বেতা বলেন, আমি নুসরাতকে দেখেছি। কিন্তু চিনি না। তাই কিছু বলতে চাই না।

তিনি আরও বলেন, যশের মেলামেশা করার একটা পদ্ধতি আছে। সেটিও জানি আমি। তবে আমার মনে হয় এবার সময় হয়েছে! ভবিষ্যতে যশ কীভাবে নিজেকে প্রকাশ করবে, তার সিদ্ধান্ত এবার তার নিয়ে নেওয়া উচিত।

উল্লেখ্য, মুম্বাইয়ের বাসিন্দা শ্বেতা একটি সংবাদমাধ্যমের কর্মী।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - বিনোদন