সোমবার , ১৭ মে ২০২১ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গাজায় ইসরায়েলি বিমান হামলা চলছেই, একদিনেই নিহত ৪২

Paris
মে ১৭, ২০২১ ১২:০২ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে রোববার ছিল সবচেয়ে ভয়াবহ দিন। এ দিনে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও ৪২ ফিলিস্তিনির, যা গাজায় হামলা শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যু।

ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোববার ইসরায়েলি বিমান হামলায় নিহতদের মধ্যে ১০ শিশু ও ১৬ নারীও রয়েছেন। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে পৌঁছেছে। এদের মধ্যে ৫৫ শিশু ও ৩৩ নারী রয়েছে।

কর্মকর্তারা আরও জানান, হামলায় এ পর্যন্ত আহত হয়েছে অন্তত ১ হাজার ২৩০ জন। এ ছাড়া বহু ঘরবাড়ি ও ভবন ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ফিলিস্তিনি যোদ্ধারা গত সপ্তাহে ইসলায়েলকে লক্ষ্য করে ৩ হাজারেরও বেশি রকেট ছুড়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে সতর্ক করে দিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিদ্যমান পরিস্থিতি চলতে থাকলে তা এই অঞ্চলের জন্য ‘নিয়ন্ত্রণহীন সংকট’ তৈরি করতে পারে।

 

সুত্রঃ সমকাল

সর্বশেষ - আন্তর্জাতিক