মঙ্গলবার , ১৩ এপ্রিল ২০২১ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খালেদার স্বাস্থ্য পরীক্ষা করতে ফিরোজায় যাচ্ছে চিকিৎসক দল

Paris
এপ্রিল ১৩, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে আজ দুপুরে তার বাসভবনে যাচ্ছে তার ব্যক্তিগত চিকিৎসক দল।

সোমবার দুপুর আড়াইটার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় যাওয়ার কথা রয়েছে চিকিৎসক দলের।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ম্যাডামের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তবে শরীরের অভ্যন্তরে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কি-না তা জানতে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আমরা তার স্বাস্থ্য পরীক্ষা করতে আজ বেলা আড়াইটার দিকে তার বাসভবনে যাবো।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের আজ তাকে দেখতে যাওয়ার কথা রয়েছে বলেও জানান ড. মামুন।

এর আগে গতকাল সোমবার বিকালে গুলশানের বাসা ‘ফিরোজায়’ বিএনপি চেয়ারপারসনকে দেখতে যান তার ব্যক্তিগত চিকিৎসক দল। বিকাল ৫টায় মেডিকেল বোর্ডের সদস্যরা ‘ফিরোজায়’ প্রবেশ করেন। এসময় অনলাইনের মাধ্যমে আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং লন্ডন থেকে ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও যুক্ত হন।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - রাজনীতি