বৃহস্পতিবার , ২৫ মার্চ ২০২১ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চোটের জন্য ছিটকে গেলেন শ্রেয়াস, ভারতীয় শিবিরে অস্বস্তি

Paris
মার্চ ২৫, ২০২১ ১০:০২ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে জিতেও স্বস্তি নেই ভারতীয় দলে। চোটের জন্য এই সিরিজে আর খেলতে পারবেন না নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। এমনকি, আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে হয়তো মাঠে নামতে পারবেন না তিনি।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তখন অষ্টম ওভারে ব্যাট করছে ইংল্যান্ড। সেই ম্যাচে বাউন্ডারি রুখতে গিয়ে কাঁধে চোট পান শ্রেয়াস। ব্যাথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। আর ফিল্ডিং করতে নামেননি। জানা গেছে, কাঁধে স্ক্যান করে দেখা গেছে, হাড় সরে গেছে শ্রেয়াসের।

বিসিসিআই সূত্রের খবর, আঘাত বেশ গুরুতর। সুস্থ হয়ে ফের মাঠে ফিরতে সময় লাগবে। ফলে ইংল্যান্ডে বিরুদ্ধে বাকি ২টি ওয়ানডে শুধু নয়, আইপিএল প্রথম কয়েক ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পারবেন না শ্রেয়াস আইয়ার। উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসে  তিনিই অধিনায়ক।

 

ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওয়ানডে ম্যাচে চোট পেয়েছিলেন রোহিত শর্মাও। আপাতত তার কনুইয়ের আঘাতের দিকে নজর রাখছেন ভারতীয় দলের চিকিৎসকরা। পরবর্তী ম্যাচে কি খেলতে পারবেন? এখনও পর্যন্ত বোর্ডে তরফে কিছু জানানো হয়নি।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা