বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাটোরে ‘গঠনতন্ত্র বহির্ভূত’ কমিটি গঠনে নিষেধাজ্ঞা, এমপি বকুলের নামে মামলা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১:১২ অপরাহ্ণ

নাটোরের লালপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে দলীয় গঠনতন্ত্র বহির্ভূত পন্থায় কমিটি গঠন করার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বকুলসহ আওয়ামী লীগের ছয় নেতার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলার পর আদালত কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

একই কারণে নতুন করে গঠনতন্ত্রবিরোধী সম্মেলন আয়োজনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। নির্দেশের কপি পাওয়ার সাতদিনের মধ্যে অভিযুক্তদের ব্যাখ্যা দিতেও বলা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক প্রসাদ কুমার তালুকদার।

এ মামলার অপর বিবাদীরা হলেন- লালপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এসকেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউসার, মাহমুদুল হক মুকুল, আলাউদ্দীন আলাল ও সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু।

গত সোমবার (২২ ফেব্রুয়ারি) জেলার লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু বাদী হয়ে নাটোরের (লালপুর) সহকারী জজ আদালতে এ মামলাটি দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আদালতের বিচারক মো. মাহাবুব আলম এ নির্দেশনা দেন।- বাংলানিউজ

সর্বশেষ - শিক্ষা