সোমবার , ১৪ ডিসেম্বর ২০২০ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Paris
ডিসেম্বর ১৪, ২০২০ ১১:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের হত্যা করে।

সেই উপলক্ষে্ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সকাল ১০ টায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো মহিউদ্দীন এর নেতৃত্বে প্রভাত ফেরি বের করে।

প্রভাত ফেরিটি বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন থেকে শুর করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট হয়ে বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পাঞ্জলী অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়। সে সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পুষ্পাঞ্জলী অর্পণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো মহিউদ্দীন, সাংবাদিকতা বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ ও প্লানিং ও ডেভেলপমেন্ট এর সহকারী পরিচালক জনাব মো. সিরাজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সর্বশেষ - শিক্ষা