বুধবার , ৯ ডিসেম্বর ২০২০ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মাস্ক না পরায় বিমান থেকে নামিয়ে দেয়া হলো মার্কিন নারীকে (ভিডিও)

Paris
ডিসেম্বর ৯, ২০২০ ১০:৪০ অপরাহ্ণ

মাস্ক না পরায় যুক্তরাষ্ট্রে ফ্লাইট থেকে এক নারী যাত্রীকে নামিয়ে দেয়া হয়েছে। গত সপ্তাহের এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত ৩ ডিসেম্বর ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহর থেকে ফ্লোরিডার টাম্পার উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় ছিল কলোরাডো ভিত্তিক ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইট স্টাফরা দেখতে পান এক নারী যাত্রীর মুখে মাস্ক নেই। তাকে মাস্ক পরতে বলা হলে তিনি অস্বীকৃতি জানান।

ভিডিওতে দেখা যায় ফ্লাইট এটেন্ডেন্স এসে ওই যাত্রীকে বলছেন, ‘মেম, পুরো ফ্লাইটে একমাত্র আপনার মুখেই মাস্ক নেই।’

 

এরপরেও মাস্ক না পরায় এয়ারলাইন্সের এক নিরাপত্তা কর্মী এসে তাকে নামিয়ে দেন। এসময় অন্য যাত্রীরা হাততালি দেন এবং উল্লাস প্রকাশ করেন।

বিবৃতিতে ফ্রন্টিয়ারের এক মুখপাত্র জানান, তাদের ফ্লাইটে ভ্রমণের জন্য যাত্রীদের মুখে মাস্ক থাকা শর্ত। রিজার্ভেশন এবং চেক-ইনের সময় বিষয়টি যাত্রীদের ভালোভাবে ব্যাখ্যা করা হয়।

এরপরেও ওই যাত্রী মাস্ক না পরায় ফ্লাইট থেকে তাকে নামিয়ে দিতে বাধ্য হয় মার্কিন বিমান কোম্পানিটি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক