সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২০ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তালতলা কবরস্থানে সমাহিত হবেন সাদেক বাচ্চু

Paris
সেপ্টেম্বর ১৪, ২০২০ ৫:০২ অপরাহ্ণ

অভিনেতা সাদেক বাচ্চুকে রাজধানীর খিলগাঁয়ের তালতলা কবরস্থানে সমাহিত করা হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাদ আসর সেখানে এই অভিনেতার দাফন সম্পন্ন হবে। এর আগে তালতলা কবরস্থান সংলগ্ন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

বিকেল ৩টার দিকে বাচ্চু ভাইয়ের মরদেহ হাসপাতাল থেকে আল মারকাজুলে গোসলের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তালতলায় নেওয়া হবে। বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তালতলা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে।

সম্প্রতি জ্বরে আক্রান্ত হন সাদেক বাচ্চু। পরে তার শ্বাসকষ্ট দেখা দিলে গেল ৬ সেপ্টেম্বর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। গত শনিবার (১২ সেপ্টেম্বর) তার পরিবার সূত্রে জানা যায় এ অভিনেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে সোমবার বেলা ১২টা ৫মিনিটে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট থাকা অবস্থায় সাদেক বাচ্চু শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত