বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২০ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পহেলা বৈশাখের বাজেট থেকে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তা : জবি উপাচার্য

নিউজ ডেস্ক
এপ্রিল ২, ২০২০ ১০:৫৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিয়ে ছবি তোলার ইচ্ছা আমাদের নেই বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান। বুধবার রাতে  এসব কথা বলেন তিনি। এছাড়া পহেলা বৈশাখের বাজেট থেকে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করার বিষয়টি জানান তিনি।

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ২৫০ জন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী আছে। তারা কাজ না করলে বেতন পায় না। তাই তাদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বেতনের ব্যবস্থা করছি। আমাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দেওয়ার কোন পরিকল্পনা নেই। আর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিয়ে ছবি তোলার ইচ্ছাও আমাদের নাই। তাই আমরা করোনাভাইরাসে আক্রান্তের পাশে না, যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের পাশে দাড়াব।

মীজানুর রহমান বলেন, ‘আমরা প্রতিবছর পহেলা বৈশাখ উদযাপন করি। এ বছর করোনাভাইরাসের কারণে এ আয়োজন হবে না। তাই আমরা পহেলা বৈশাখের বাজেট থেকে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করব।’

উপাচার্য আরো বলেন, ‘আমরা ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সাথে কথা বলেছি। যদি বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী চিকিৎসা সেবা নিতে যায় তাহলে তাদের চিকিৎসা সেবা দেবে। সেক্ষেত্রে কোন আর্থিক সহায়তা লাগলে আমরা দেব। এছাড়া কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত আছি।’

সর্বশেষ - রাজশাহীর খবর