শুক্রবার , ২৭ মার্চ ২০২০ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে লেবুর হালি ৫০ টাকা

Paris
মার্চ ২৭, ২০২০ ৮:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে লেবু ৫০ হালি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রায় সব ধরণের সবজির দাম বেড়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে রাজশাহীর খড়খড়ি পাইকারি ও খুচরা বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা বলছেন- করোনার ভাইরাস প্রতিরোধে চিকিৎসকরা লেবু বা টক জাতীয় খাবার খেতে। এর কারণে লেবুর চাহিদা বেশি বাজারে। এছাড়া এখন লেবুর মৌসুম নয়। তাই বাজারে ঘাটতি রয়েছে। চাহিদার সঙ্গে ঘাটতি থাকায় দাম বেশি। এছাড়া খুচরা লেবু প্রতিটি ১০ থেকে ১২ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুধু লেবু নয়, দাম বেড়েছে আলু, বেগুন, পটলসহ বিভিন্ন জিনিস। বাজারে আলু বিক্রি হচ্ছে ১৮ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা, টমেটো ১৫ টাকা কেজি। এছাড়া কাঁচা মরিচ ৫০ টাকা, রসুন ৩৫ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতা জমির উদ্দিন বলেন, করোনা ভাইরাস অতঙ্কে মানুষ বেশি-বেশি বাজার করছেন। সবার মধ্যে একটা আতঙ্ক রয়েছে। হাট-বাজার বন্ধ থাকবে। সেই কারণে মানুষ বেশি বাজার করছে। বাজরে সবধরণের জিনিসের বেশ চাহিদা রয়েছে। তাই দামও বেশি।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর