‘কার্তিক পদত্যাগে বাধ্য হয়েছে’- গম্ভীরের বিস্ফোরণ!

সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএল টুর্নামেন্টের মাঝপথেই দীনেশ কার্তিককে সরিয়ে ইয়ন মরগ্যানকে নিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর। চলতি আইপিএলে ৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কার্তিক। এর মধ্যে জয় পরাজয়ের সংখ্যা যথাক্রমে ৪ এবং ৩। ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাটিংয়ে মনযোগ দিতেই কার্তিক নেতৃত্বে ছেড়েছেন। তবে এই যুক্তি মানতে রাজি নন গম্ভীর।

নেতৃত্বের অভিষেকেই হার দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হয়েছে ক্যাপ্টেন মরগ্যানকে। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে সাবেক নাইট রাইডার্স অধিনায়ক গম্ভীর বলেন, ‘সম্পর্কের ওপর নির্ভর করে ক্রিকেট খেলা হয় না। এটা পুরোটাই পারফরম্যান্স এবং সততার বিষয়। এই মুহূর্তে মরগ্যানের পক্ষেও খুব বেশি কিছু করা সম্ভব নয়। তবে টুর্নামেন্টের শুরু থেকে ও নেতা থাকলে কিছু বদল আসতে পারত।’

তিনি আরও বলেন, ‘নাইট রাইডার্সের সিদ্ধান্তে কিছুটা অবাক হয়েছি। কার্তিক গত আড়াই বছর ধরেই দলকে নেতৃত্ব দিচ্ছে। বর্তমানে নাইট রাইডার্স এতটা খারাপ অবস্থায় নেই যে নেতৃত্বে বদল আনতে হবে। যদি নাইট রাইডার্স মরগ্যানকে অধিনায়ক করতে চাইত, তাহলে শুরু থেকেই নেতা বানাতে পারত। যদি বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে স্কোয়াডে রাখা নিয়ে নাইট রাইডার্স এত কথা বলে, তাহলে তো কার্তিকের উপরে অতিরিক্ত চাপ বাড়বেই।’

কার্তিক যে স্বেচ্ছায় নেতৃত্ব থেকে সরে দাঁড়ায়নি সেই বিষয়েই স্পষ্ট ভাষায় গম্ভীর বলেছেন, ‘কার্তিককে অতিরিক্ত চাপে রাখার থেকে কেন মরগ্যানকে শুরু থেকেই নেতা বানাল না! যখন কেউ বলেন ব্যাটিংয়ে মনোনিবেশ করতেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি, তা শুনতে খুব ভালো লাগে। তবে আসল ঘটনা হল, টিম ম্যানেজমেন্টের মানসিকতা বুঝেই কার্তিক পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এটা দুর্ভাগ্যজনক!’

 

সূত্রঃ কালের কণ্ঠ