বুধবার , ২২ জানুয়ারি ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহযোগিতায় ১২০ এতিম পেলো কম্বল

Paris
জানুয়ারি ২২, ২০২০ ৫:০১ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সহযোগিতায় ১২০ এতিম পেলো উন্নয়নমানের কম্বল। বুধবার দুপুরে উপজেলার সরেরহাট কল্যাণী শিশু সদনের বৃদ্ধ ও এতিমদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।

আয়োজিত কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান, আ.লীগের নেতা মাসুদ রানা তিলু, গড়গড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ইউনিয়ন সদস্য আবুল কালাম আজাদ, এতিমখানার পরিচালক মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সরকার শমেস ডাক্তার, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, বাঘা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক লালন উদ্দীন প্রমুখ।

এতিমখানার পরিচালক মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সরকার শমেস ডাক্তার বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এতিমদের সাথে বছরে দুইবার খানা খান। তার সার্বিক সহযোগিতায় সব সময় পেয়ে থাকি। তারপরও সরকাররি, বেসরকারি ও ব্যাক্তিগতভাবে যে, সহযোগিতা পায়, তা দিয়ে ছয় মাস চলে। আর ছয় মাস বিভিন্ন দোকানে বাঁকি রাখতে হয়। বছর শেষে ১০ থেকে ১২ লক্ষ টাকা ঋনের মধ্যে থাকতে হয়।

উল্লেখ্য, রাজশাহী শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে পদ্মা নদীর তীর ঘেঁষে ১৯৮৪ সালে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রাম। এই গ্রামে গড়ে উঠেছে ছোট্ট একটি এতিমখানা। নাম দেয়া হয়েছে সরেরহাট কল্যাণী শিশু সদন।

সর্বশেষ - রাজশাহীর খবর