সোমবার , ৬ জানুয়ারি ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জীবনযুদ্ধে হারতে চান না কেটি

Paris
জানুয়ারি ৬, ২০২০ ৯:২০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘১২ বছরেরও বেশি সময় ধরে মানুষ আমাকে চোখে চোখে রেখেছে। এই এক যুগে আমি অনেক ভুল করেছি। দিনশেষে আমিও একজন মানুষ। জীবনযুদ্ধে হেরে যেতে চাই না। জীবনের ইতিহাসে পড়ে যাওয়ায় গল্পগুলো থাকে না, থাকে উঠে দাঁড়ানোর গল্প।’ সম্প্রতি ‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলেন মার্কিন সংগীত তারকা কেটি পেরি।

নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি জানান, নানা স্বপ্ন দিয়ে ভর্তি তার ‘বাকেট লিস্ট’। মনোবিজ্ঞান আর দর্শন নিয়ে পড়তে চান। আর মানুষকে ভালো কিছু করতে অনুপ্রাণিত করতে চান।

কেটি পেরি তার হতাশার সময়গুলোর কথা বলতে গিয়ে জানান, তখন তাকে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয়েছে। তখন সারা দিন ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে থাকতেন। কেটির ভাষ্যে, ‘আমি থেরাপি নিয়েছি। লড়াই করেছি। আর সত্যিকারের জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছি। অরল্যান্ডো (অরল্যান্ডো ব্লুম) দুর্দান্ত একজন মানুষ। ও আমাকে ধরে রাখে, যাতে আমি পড়ে না যাই। অরল্যান্ডো হয়তো শিল্পী কেটি পেরির সেরা ভক্ত নয়; কিন্তু ক্যাথরিন হাডসনের (কেটি পেরির আসল নাম) সবচেয়ে বড় ভক্ত।’

কবে বিয়ে করছেন? এ বিষয়ে কিচ্ছু বলেননি কেটি পেরি। তবে জানিয়েছেন, তার সর্বরোগের মহৌষধের নাম। বিষণœতা থেকে মুক্তি পেতে অনেক ধরনের মেডিটেশন করেছেন। তার মতে, সেরা হলো ‘ট্রান্স সেন ডেন্টাল মেডিটেশন’। এটিই কেটিকে দিয়েছে নতুন জীবন।

সর্বশেষ - বিনোদন