রবিবার , ৫ জানুয়ারি ২০২০ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফাইভজি ব্যবহারে আগ্রহ বাড়ছে

Paris
জানুয়ারি ৫, ২০২০ ৬:২৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত বছরের এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় ফাইভজি সংযোগ চালু হয়। এর মধ্যেই নতুন প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহারে রেকর্ড হতে যাচ্ছে।

গত নভেম্বরে দেশটির প্রতি একজন ফাইভজি সাবস্ক্রাইবার ডেটা ব্যবহার করেছেন ২৬ দশমিক ৩ গিগাবাইট। একই সময়ে ফোরজিতে ডেটা ব্যবহার হয়েছে একজনের বিপরীতে ৯ দশমিক ৫ গিগাবাইট। অবশ্য ডেটা ব্যবহারে যে খুব বেশি উত্থান হয়েছে এটা বলা যাবে না।

কারণ, শুরুর মাস অর্থাৎ ২০১৯ সালের এপ্রিলে ফাইভজি ব্যবহারকারীরা গড়ে ২২ দশমিক ৯ গিগাবাইট ডেটা ব্যবহার করেছেন। যেখানে ফোরজিতে ব্যবহার ছিল ৮ দশমিক ৬ জিবি ডেটা। দক্ষিণ কোরিয়ায় ফাইভজিতে ডেটার ব্যবহার ফোরজির থেকে তিন গুণ বেশি।

গবেষণা প্রতিষ্ঠান টেফিসিয়েন্ট দেখিয়েছে, এপ্রিলে ৩৫ হাজার ৮৫১টি ফাইভজি সাইট নিয়ে যাত্রা হয়। এরপর গত ডিসেম্বরে দেশটিতে ফাইভজি নির্ভর সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪০৭টি। দেশটিতে এ কয়েক মাসেই ফাইভজি সাবস্ক্রাইবার পৌঁছে গেছে ৪৫ লাখে। আর সেখানকার মোট মোবাইল ডেটা ব্যবহারকারীর ১৯ দশমিক ১ শতাংশই এখন ফাইভজি ব্যবহারকারী।

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি