রবিবার , ৫ জানুয়ারি ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্মার্টফোন আসছে ৭ ক্যামেরার

Paris
জানুয়ারি ৫, ২০২০ ১২:১৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্মার্টফোনের বাজারে চমক আনতে পারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ বছরের মার্চ মাসে বাজারে ছাড়তে পারে পি৪০ ও পি ৪০ প্রো মডেলের দুটি স্মার্টফোন। এর মধ্যে পি ৪০ প্রো মডেলের স্মার্টফোনটিতে মোট ৭টি ক্যামেরা নিয়ে হাজির হতে পারে হুয়াওয়ে। ফোনের পেছনে পাঁচটি আর সামনে দুটি ক্যামেরা থাকতে পারে।

ফোনের পেছনে প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সিনে সেন্স, টাইম ও ফ্লাইট ক্যামেরা আর একটি পেরিস্কোপ টাইপ টেলি লেন্স।

পি ৪০ প্রো ফোনে থাকতে পারে ৬ দশমিক ৭ ইঞ্চি মাপের ডিসপ্লে। ফোনটির পাঞ্চ হোল ডিসপ্লের নিচে থাকতে পারে ডুয়েল সেলফি ক্যামেরা। ফোনের পেছনে আয়তাকার ক্যামেরা মডিউলে ৫টি ক্যামেরা থাকতে পারে।

সম্প্রতি হুয়াওয়ের এক কর্মকর্তা বলেন, পি৪০ প্রো ফোনে কোম্পানির নিজস্ব হরমনি ওএস অপারেটিং সিস্টেম চলতে পারে। সম্প্রতি মার্কিন সরকারের নির্দেশের পরে হুয়াওয়ে ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।

হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিজস্ব স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য কোম্পানির ফোনেও কিরিন চিপসেট দেখা যাবে। সম্প্রতি ৫-জি সংযোগ সুবিধাসহ ফ্ল্যাগশিপ চিপসেট কিরিন ৯৯০ উদ্বোধন করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি