রবিবার , ২০ অক্টোবর ২০১৯ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘার আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

Paris
অক্টোবর ২০, ২০১৯ ৬:১৭ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন জাহিদ হোসেন মাষ্টার, যুগ্ম-আহবায়ক সুজাত আহম্মেদ তুফান এবং সদস্য সচিব রবিউল ইসলাম (কাউন্সিলর)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ৪৭ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল এবং সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের স্বাক্ষরিত দলীয় প্যাড়ে অনুদোদন দিয়েছেন।

এ বিষয়ে যুগ্ম-আহবায়ক সুজাত আহম্মেদ তুফান বলেন, এ দূর্দিনে বিএনপির মতো একটি বড় সংগঠনকে নেতৃত্ব দিয়ে ঠিক রাখতে পেরেছি। ফলে দল আমাকে বিবেচনা করে এ পদে নির্বাচিত করেছে। আমি সকলের সহযোগিতা নিয়ে সঠিক নের্তৃত্ব দেয়ার চেষ্টা করবো।

আহ্বায়ক জাহিদ হোসেন মাষ্টার বলেন, আহবায়ক কমিটির আগে আমি সাধারণ সম্পাদক ছিলাম। পূনরায় দল আমাকে আহ্বায়ক নির্বাচিত করেছে। ফলে আমি সকলের পরামর্শে দলের নেতৃত্ব দেয়ার চেষ্টা করি। তাই পূনরায় আমাকে আহ্বায়ক নির্বাচিত করেছে।

 

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর