শনিবার , ২৪ আগস্ট ২০১৯ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পিপলস সার্ক লিংক ফোরাম-এর বার্ষিক সাধারণ সভা

Paris
আগস্ট ২৪, ২০১৯ ১০:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

পিপলস সার্ক লিংক ফোরাম বাংলাদেশ এর বার্ষিক সাধারণ সভা শনিবার বিকেল ৪ টায় নগরীর তালাইমারীস্থ মতিহার থানা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম।

সভার শুরুতে শোকের মাস একুশ স্মরণে জাতির পিতাসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং প্রবীণ ন্যাপ নেতা অধ্যাপক মোজাফ্ফরের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরাবতা পালন করা হয়।

সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন ফোরামের সাধারণ সম্পাদক কল্পনা রায়। এরপর কোষাধ্যক্ষের রিপোর্টও পেশ করা হয়। সভায় সাংগঠনিক বিষয়ে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পরবর্তী ২ বছরের জন্য উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এছাড়া সংগঠনের নাম সার্ক পিপলস লিংক ফোরাম বাংলাদেশ এর স্থলে পিপলস সার্ক লিংক ফোরাম বাংলাদেশ রাখা হয়।

সভায় অন্যদের মধ্যে ডা: আব্দুল মান্নান, তবিবুর রহমান মাসুম, শান্তি রঞ্জন ভৌমিক, মোজাম্মেল হক, গোলাম মোস্তফা মামুন, ইব্রাহিম হায়দার, আকরাম চৌধুরী, ফজিলাতুনন নাহার, রাশেদ রিপন, তাহেরা খাতুন, সাইদা সুলতানা লিসা, রেবেকা সুলতানা প্রমুখ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

পরে ২০১৯-২০২০ সালের জন্য পিপলস সার্ক লিংক ফোরাম বাংলাদেশ এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

সর্বশেষ - রাজশাহীর খবর