মঙ্গলবার , ২ জুলাই ২০১৯ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য ভারত একাদশ

Paris
জুলাই ২, ২০১৯ ১২:১৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইংল্যান্ডের কাছে ৩১ রানে হারের পর মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারত। ইতিমধ্যে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বিজয় শঙ্কর। এ অবস্থায় টাইগারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কেমন হতে পারে ভারতীয় একাদশ? চলুন দেখে নিই একনজরে-

ইংলিশদের বিপক্ষে হেরে সমালোচিত হচ্ছেন কোহলি-ধোনিরা। এ পরিস্থিতিতে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছেন তারা। এ ম্যাচ জিতলে সেমিফাইনালের টিকিটি পাবে টিম ইন্ডিয়া।

সেই লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন আনতে পারে টিম ইন্ডিয়া। কেদার যাদবের জায়গায় ঢুকতে পারেন রবিন্দ্র জাদেজা। আর যুগবেন্দ্র চাহালের স্থানে অন্তর্ভুক্ত হতে পারেন ভুবনেশ্বর কুমার। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিক্যাল জানিয়েছে, দলে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ইংল্যান্ডের বিপক্ষে খেলা সবাই থাকছে।

স্বাগতিকদের বিপক্ষে এজবাস্টনে ৩১ রানে হেরেছে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ভারত। এ ম্যাচ ছাড়া টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কোহলি বাহিনী। বাংলাদেশের বিপক্ষে জিতে বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করতে চায় ওরা।

শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে আবার জয়ের বিকল্প নেই লাল-সবুজ জার্সিধারীদের। ৭ খেলায় ৩টি করে জয়-পরাজয় এবং ১টি পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে তারা। ফলে দুই প্রতিবেশী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ক্রিকেটবোদ্ধারা।

বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য ভারত একাদশ

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশভ প্যান্ট, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব/রবিন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যুগবেন্দ্র চাহাল/ ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ।

সর্বশেষ - খেলা