শুক্রবার , ৩১ মে ২০১৯ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ

Paris
মে ৩১, ২০১৯ ১০:৪৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা আজ। দেশের ২৬ জেলায় একসঙ্গে এ পরীক্ষা নেয়া হচ্ছে। এতে প্রায় ৬ লাখ প্রার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

ঢাকাসহ সংশ্লিষ্ট জেলায় গোয়েন্দা তৎপরতা ব্যাপক হারে বাড়ানো হয়েছে। এর আগে ২৪ মে ১১ জেলায় প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু সেদিন সাতক্ষীরায় এ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়।

তবে প্রশ্নফাঁস রোধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আছে অভিন্ন প্রশ্নের বদলে একাধিক প্রশ্নে পরীক্ষা নেয়া। এর আগে ১১ জেলায় একই প্রশ্নে পরীক্ষা নেয়া হয়। আগের প্রশ্ন ফাঁস হওয়ায় এবারে যে ২৬ জেলায় পরীক্ষা হচ্ছে, সেসব জেলার কোনো কর্মকর্তাকে প্রশ্ন তৈরির কমিটিতে রাখা হয়নি। কান ঢেকে পরীক্ষার হলে ঢুকতে পারবেন না কোনো পরীক্ষার্থী।

দ্বিতীয় ধাপে যেসব জেলায় পরীক্ষা হচ্ছে সেগুলো হচ্ছে- মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নরসিংদী, জামালপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, শেরপুর, রাজবাড়ী, লক্ষ্মীপুর, কক্সবাজার, চাঁদপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, পিরোজপুর, পটুয়াখালী, সাতক্ষীরা, নীলফামারী, নাটোর, লালমনিরহাট ও ঠাকুরগাঁও। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন যুগান্তরকে বলেন, ইতিপূর্বের অভিজ্ঞতার আলোকে সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজি), দুটি গোয়েন্দা সংস্থার মহাপরিচালক, র‌্যাব মহাপরিচালককে চিঠি দেয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে কাজ করছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত