বুধবার , ২৯ মে ২০১৯ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আবারও আইসিসির নিয়ম লঙ্ঘন ভারতের

Paris
মে ২৯, ২০১৯ ১০:০০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিপক্ষে বরাবরই যে অভিযোগ রয়েছে ক্রিকেটবিশ্বে তা হলো, আইসিসি থেকে প্রায়ই বিভিন্ন সময় সুবিধা নিয়ে থাকে তারা যেসব সুযোগ অন্যান্য দেশ পায়না।

এমন অভিযোগ বা বিতর্কে আবারও জড়াল ভারতীয় ক্রিকেট বোর্ড।

এবার আইসিসির নিয়মের তোয়াক্কা না করে মিডিয়া সেশনে অংশ নেননি ভারতের খেলোয়াড়রা।

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচের পর মিডিয়া সেশন বয়কট করে কোহলিরা।

দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ হয়েছে।

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে প্রতি ম্যাচের পর প্রথাগত সংবাদ সম্মেলনের বাইরেও ‘মিডিয়া সেশন’ নামক আলাদা একটি আয়োজনের ব্যবস্থা করেছে আইসিসি।

আড্ডামূলক এ আয়োজন বিশ্বকাপকে নতুন মাত্রা দিতে যাচ্ছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

মূলত প্রেস কনফারেন্স রুমেই আলাদা একটি সেট তৈরি করে সেখানে সদ্য সমাপ্ত ম্যাচের দুই দলের তিন-চারজন খেলোয়াড়কে নিয়ে আড্ডা দেয়া হয়। ওই সেটের নাম দেয়া হয়েছে – মিক্সড জোন।

মিক্সড জোনে দুই দলের যথাসংখ্যক খেলোয়াড়দের কথা বলাকেই মিডিয়া সেশন বলা হয়।

কিন্তু রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে শোচনীয় হারের পর আইসিসির নতুন নিয়মের এই মিডিয়া সেশনে যোগ দেননি কোহলি-ধোনির মতো ক্রিকেটার।

জানা গেছে, বারবার অনুরোধ করেও ভারতের কোনো খেলোয়াড়কে সেখানে আনা যায়নি। কেবল রবিন্দ্র জাদেজা এসেছিলেন প্রথাগত সংবাদ সম্মেলনে।

কিন্তু নিউজিল্যান্ডের পক্ষ থেকে মিডিয়া সেশনে যোগ দিয়েছিলেন রস টেলর, ট্রেন্ট বোল্ট এবং কলিন মুনরো।

পরে আইসিসি মিডিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এভাবে ভারতীয় খেলোয়াড়দের মিডিয়া সেশন বয়কট করা স্পষ্টত আইসিসির নিয়মের লঙ্ঘন।

এ বিষয়ে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী জানান, ওপেন মিডিয়া সেশনের ব্যাপারে আমার কোনো ধারণা নেই।

ভারতীয় দলের এমন আচরণে তাদের বিপক্ষে কোনো ব্যবস্থা নেয়ার কথা এখনও জানায়নি আইসিসি।

সর্বশেষ - খেলা