বুধবার , ১০ এপ্রিল ২০১৯ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় ৫জন চাল ব্যবসায়ীর জরিমানা

Paris
এপ্রিল ১০, ২০১৯ ৭:২৩ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ৫ জন ব্যবসায়ীর ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নারায়নপুর চাল পট্টি বাজারে ব্যবসায়ীদের কাছে এ জরিমানা আদায় করা হয়।

জানা যায়, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এবং রাজশাহী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায় দেশীয় ১৭টি পন্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতা মূলক উল্লেখ করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পন্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ২০১০ সালের আইন মোতাবেক নারায়নপুর বাজারের ব্যবসায়ী বজলুর রহমান, মজিবুর রহমান, আজমির হোসেন, তরিকুল ইসলাম, আমিরুল ইসলামের চালের দোকানে অভিযান পরিচালনা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনা করার সময় অন্যরা টের পেয়ে দোকান বন্ধ করে সটকে পড়েন।

উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা জানান, দেশীয় পাটজাত পন্য (বস্তা) ব্যবহার না করে প্লাস্টিক (লাইলোন-বস্তা) ব্যবহার করার অপরাধে ৫ জন চাল ব্যবসায়ীর জরিমানা করে সতর্ক করে দেয়া হয়।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর