বৃহস্পতিবার , ১৪ জুলাই ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গর্ভবতী নই, বিরক্ত: জেনিফার

Paris
জুলাই ১৪, ২০১৬ ৫:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:
হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন তার সন্তান নেওয়ার গুজব ছড়ানোয় কঠোর সমালোচনা করেছেন। একটি সংবাদমাধ্যমে লেখা এক প্রবন্ধে তিনি এ সমালোচনা করেন। তাতে তিনি জানিয়েছেন, তার সন্তান নেওয়ার গুজবে তিনি বিরক্ত।

 

‘ফর দ্য রেকর্ড’ শিরোনামের ওই প্রবন্ধে অ্যানিস্টন শুধু তার সন্তান নেওয়ার গুজবই নয় আরও বেশ কিছু বিষয়ের সমালোচনা করেছেন। বিশেষ করে পাপারাজ্জিদের একহাত নিয়েছেন। জানিয়েছেন কীভাবে পাপারাজ্জিরা তার জীবন অতিষ্ঠ করে তুলছে।

 

অ্যানিস্টন লিখেছেন, লিখিতভাবে বলতে চাই, আমি গর্ভবতী নই। আমি আসলে বিরক্ত। খেলার মতো করে ছিদ্রানুসন্ধান ও শারীরিক লজ্জার কথা যা প্রতিদিন সাংবাদিকতা, ফার্স্ট অ্যামেনমেন্ট ও সেলিব্রেটি নিউজের নামে ঘটছে।

 

গত মাসে হলিউড মিডিয়ায় গুজব ছড়িয়েছিল, অ্যানিস্টন গর্ভবতী! বাহামাতে স্বামী জাস্টিন থেরউক্সের সঙ্গে ছুটি কাটানোর সময় এক পাপারাজ্জির প্রকাশ করা একটি ছবির পরই এ গুজব ছড়িয়ে পড়ে।

 

এই অভিনেত্রী বলেছেন, ‘পুরুষসহ অথবা পুরুষ ছাড়া, সন্তানসহ অথবা ছাড়াই নারীর সম্পূর্ণতা রয়েছে। যখন শরীর নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে হয় তখন আমাদের ভাবা উচিত কোনটা আসলে সুন্দর।’

 

অ্যানিস্টন আরও লিখেছেন, ‘গত একমাসে আমি জেনেছি কীভাবে নারীদের মূল্য নির্ধারণ করা হয়। এটা শুধু তার বিয়ে ও মাতৃত্বের ওপর ভিত্তি করে। আমার নামে যেসব গুজব ছড়ানো হয়েছে তাতে আমি গর্ভবতী কিনা বিষয়টি মূখ্য ছিল না। এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, বিয়ে না করা ও সন্তান ছাড়া নারীরা অসম্পূর্ণ, ব্যর্থ অথবা অসুখী।’

সর্বশেষ - বিনোদন