মঙ্গলবার , ১২ জুলাই ২০১৬ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীসহ আটক ৪২

Paris
জুলাই ১২, ২০১৬ ২:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী পুলিশের অভিযানে ৪২জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে  জামায়াত-শিবিরের ৯জন নেতাকর্মী রয়েছে।
সোমবার দুপুরে রাজপাড়া সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম আটকের বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি বলেন, মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। এসময় বোয়ালিয়া মডেল থানা ২৪ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা ৪ জন, শাহমখদুম থানা ৪ জনকে আটক করে।

এর মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৯জন জামায়াত-শিবির, ১জন মাদক ব্যবসায়ী, ২জন অন্যান্য ও ১৪জন মাদকসেবীকে আটক করা হয়।

এছাড়া ও বোয়ালিয়া মডেল থানা পুলিশ মো. টগরকে (৩৬) ১১ পিচ ইয়াবাসহ পাঠানপাড়া এলাকা হতে আটক করে। বোয়ালিয়া মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার  গোলাম সাকলাইন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা. সেলিম বাদশাহ এর নেতৃত্বে ডিবি, আরএমপির সহায়তায় বোয়ালিয়া মডেল থানা জামায়াত-শিবিরকর্মীদের আটক করা হয়। এরা হলেন, রফিকুল ইসলাম (৩৩), হাফেজ মো. উমায়ের হোসেন, ওমায়েদ আহম্মেদ (২২), সিদ্দিক হোসেন (৫৬), আবদুর রাজ্জাক মন্টু (৪৮), মোসলেম আলী রতন (৩০),  আবদুল হান্নান (৪৬), ওয়ালী উল ইসলাম (৪৩), একেএম মাহমুদুল হাসান (৪৫) ও আবদুল্লাহ আল মামুন(২৬) আাটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর