বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মালয়েশিয়ায় সন্ত্রাসী সন্দেহে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪

Paris
সেপ্টেম্বর ২২, ২০১৬ ৮:১৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সন্দেহে বাংলাদেশিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২ আগস্ট ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

মালয়েশিয়ার পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন, যিনি সেখানে একটি রেস্তোরাঁর মালিক। সন্দেহ করা হচ্ছে তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর ব্যবহারের জন্য অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করেছে।

 

এ ছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসী দলের সদস্যদের ভ্রমণের জন্য ভুয়া কাগজপত্র করে দিচ্ছে-এমন সন্দেহে এক নেপালিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ইসলামী রাষ্ট্রের (আইএস) সদস্য সন্দেহে মরক্কোর নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সিরিয়ায় পাচারের চেষ্টার সময় তুরস্কের কর্তৃপক্ষ তাঁকে আটক করেছিল বলে পুলিশ জানিয়েছে।

 

গ্রেপ্তার হওয়া চতুর্থ ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক। তিনি এক মালয়েশিয়ার ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেন। ধারণা করা হচ্ছে, ফেসবুকে জঙ্গি তৎপরতা প্রচারকারী মুহাম্মদ ওয়ান্ডি মোহাম্মদ জেদির সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।

 

পুলিশ জানিয়েছে, মুহাম্মদ ওয়ান্ডি তাঁর ফেসবুক পেজে সক্রিয়ভাবে আইএসের কার্যক্রমের প্রচারণা চালাচ্ছেন।

 

সুত্র:এনটিভি

সর্বশেষ - আন্তর্জাতিক