শনিবার , ১১ আগস্ট ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দলের ভিডিওতে নাচলেন শাহরুখ

Paris
আগস্ট ১১, ২০১৮ ৭:২২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) দলীয় গানের ভিডিও ছাড়া হয়েছে। তাতে নিজেই নাচ করলেন দলের মালিক শাহরুখ খান। আজ শনিবার সকালে টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন ডোয়াইন ব্রাভো।

বলিউড সুপার স্টার শাহরুখ খানের দলের জন্য গানটি গেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে টিকেআর-ভক্তদের উজ্জীবিত করবে ‘ইউ ইজ দ্য চ্যাম্পিয়ন’ গানটি। ব্রাভোর সুরে এ গানের ভিডিওটিতে সহশিল্পীদের সঙ্গে জম্পেস নেচেছেন বলিউড বাদশাহ।

এর আগে ‘চ্যাম্পিয়ন’ গানটির মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ব্রাভো। নতুন গানটি টুইটারে শেয়ার করে ব্রাভো লিখেছেন, ‘সিপিএল ২০১৮-এর জন্য আজ আনুষ্ঠানিকভাবে টিকেআরের দলীয় গানটা অবমুক্ত করলাম। আমি আর জোজো মিলে লিখেছি, প্রযোজনা করেছে উইজ। লিখতে সাহায্য করায় শাহরুখ খানকেও ধন্যবাদ। এর মধ্য দিয়ে আমার একটি স্বপ্ন পূরণ হলো।’

ভিন্ন এক টুইটে ব্রাভো লিখেছেন, ‘বলিউডের মহানায়কের সঙ্গে গানটা করলাম, যিনি কিনা টিকেআরের মালিক। আমার দলের সদস্য জোজো ইউজ, ডেক্সটার থোমাস, কালভিরবিরাদার ও ক্রেসি ছাড়া এটা সম্ভব হতো না, তাঁদের ধন্যবাদ। বিশ্বব্যাপী আমার ভক্তদের বলছি, গানটি কিন্তু আপনাদের জন্যই। ধন্যবাদ।’

এর আগে গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন শাহরুখ খান। এরপরই গানটি প্রসঙ্গে শাহরুখ লিখেছেন, তাঁর বন্ধু ও দলনেতা ডিজে ব্রাভো ‘সুইং সোয়াংস অ্যান্ড সিঙস’। টিকেআর নাকি এভাবেই খেলে।

৮ আগস্ট শুরু হওয়া ক্যারিবীয় প্রিমিয়ার লিগ চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

বলিউড বাদশা শাহরুখ খানকে শিগগির আবার পর্দায় দেখা যাবে। আনন্দ এল রায়ের সঙ্গে প্রথম কাজ করলেন তিনি। ছবির নাম ‘জিরো’। এতে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। ছবিটি মুক্তি পাবে ২১ ডিসেম্বর।

 

সর্বশেষ - বিনোদন