রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইন্দোনেশিয়ায় ফের দুটি মাঝারি ভূমিকম্প

Paris
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ৭:৫৫ পূর্বাহ্ণ

সি্কিসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।

 

বাংলাদেশ সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা এবং ২টা ২২ মিনিটে এই দুটি ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যা ছিল যথাক্রমে ৫ ও ৪ দশমিক ৭ মাত্রার।

 

এর আগে সকালে ৫ দশমিক ৫ মাত্রার কম্পন হয়েছে দেশটিতে। এছাড়াও দুপুরে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এসব ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও জারি হয়নি।

 

তবে বারে বারে এমন ভূকম্পে আতঙ্ক বাড়ছে।

 

২০০৪ সালের ২৬ মার্চ দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্প ও পরে সুনামি হয়। ৯ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে দুই লাখ ২৭ হাজার ৯০০ জন নিহত হন। অনেক মৃতদেহই উদ্ধার করা সম্ভব হয়নি। ইন্দোনেশিয়ার মৎস্য শিল্প ও কারখানার প্রায় ৬০ শতাংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই সুনামিতে।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - আন্তর্জাতিক