রবিবার , ৮ জুলাই ২০১৮ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় ৩৩৮ বোতল ফেন্সিডিল ও এক জোড়া গরু উদ্ধার

Paris
জুলাই ৮, ২০১৮ ৪:৪৮ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত মীরগঞ্জ ও আলাইপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথকভাবে অভিযান চালিয়ে ৩৩৮ বোতল ফেন্সিডিল ও দুই লক্ষ টাকা মূল্যের এক জোড়া গরু উদ্ধার করেছে।

জানা যায়, আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের দক্ষিণ দিকে হরিরামপুর পদ্মার নদীর মধ্যে থেকে ৩৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অপর দিকে আলাইপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা আলাইপুরের পদ্মা নদী এলাকা থেকে দুই লক্ষ টাকা মূল্যের এক জোড়া গরু উদ্ধার করেছে। তবে এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি।

মীরগঞ্জ সীমান্ত বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম ও আলাইপুর বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার মোহাম্মদ রফিক জানান, চোরাকারবারীরা ফেন্সিডিল ও গরু নিয়ে ভারতীয় সীমান্ত পার হয়ে এপারে আসছিল। এ সময় বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা গরু ও ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর