শুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

Paris
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ৬:৪৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানে জুমার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স হতাহতদের সর্বশেষ এই সংখ্যা জানিয়েছে।

আজ শুক্রবার দেশটির উপজাতীয় অঞ্চল মোহমান্দের পায়ি খান গ্রামে একটি মসজিদে জুমার নামাজের সময় ‘আল্লাহু আকবর’ বলে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে মোহমান্দ এজেন্সির উপ-প্রশাসক নাভিদ আকবর বলেন, “বিস্ফোরণে মসজিদের একটি অংশ ও বারান্দা ধসে মুসল্লিদের ওপর পড়ে। মসজিদ ভবনের ধ্বংসস্তুপ থেকে আমরা এখনও মৃতদেহ ও আহতদের উদ্ধার করছি।”

তিনি আরো বলেন, “আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদে মুসল্লিদের ভিড়ের মধ্যেই ছিল। সে ‘আল্লাহ হু আকবর’ বলে চিৎকার করার পরপরই বড় ধরনের বিস্ফোরণ ঘটে।”

এদিকে তাৎক্ষণিকভাবে এ ঘটনার দায় স্বীকারের কোনো খবর পাওয়া যায়নি। তবে পাকিস্তানি তালিবান বিশেষ করে আদালত, স্কুল ও মসজিদের মতো স্পর্শকাতর লক্ষ্যগুলোতে নিয়মতিভাবে হামলা চালিয়ে আসছে।

সূত্র: অনলাইন

সর্বশেষ - আন্তর্জাতিক