মঙ্গলবার , ২৬ জুন ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হনুমানের তাণ্ডবে আক্রান্ত ৫১ জন

Paris
জুন ২৬, ২০১৮ ৯:২৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হনুমানের তাণ্ডবে নাজেহাল অবস্থা বীরভূমের খয়রাশোল এলাকার লোকপুরের বাসিন্দাদের৷ এই তাণ্ডবের জেরে আক্রান্ত ৫১ জন গ্রামবাসী৷

গ্রামবাসীদের অভিযোগ, গত ১৫ দিন ধরে এই এলাকায় হনুমানের তাণ্ডব চলছে৷ মানুষ দেখলেই হনুমানটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ছে৷ গুরুতরভাবে জখম করছে এলাকার মানুষকে৷ আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৷

বনদফতরে খবর দেওয়া হলে রবিবার সকালে বন দফতরের কর্মীরা একটি খাঁচা নিয়ে এলাকায় আসেন৷ কিন্তু মঙ্গলবার হয়ে গেলেও এখনও পর্যন্ত ওই তাণ্ডব চালানো হনুমানের দেখা মেলেনি৷ বন দফতর থেকে হনুমানটিকে ধরতে বন দফতরের আনা খাঁচার ভিতর কলা রাখা হয়েছে৷

কিন্তু তাও তাকে ধরা যায়নি৷ বরঞ্চ তার তাণ্ডব ক্রমশ বেড়েই চলেছে এলাকায়৷ গ্রামের লোকজন তার তাণ্ডবে বাড়ি থেকে বেরোতেই পারছেন না৷ হাটে বাজারে বেরলেও মানুষ বাজারের থলির সঙ্গে একটি লাঠি নিয়ে বেড়াচ্ছেন এই হনুমানের আতঙ্কে৷

গ্রামবাসী অপূর্ব কুমার দে বলেন, ‘‘গত ১৫ দিন ধরে একটা ক্ষ্যাপা হনুমান আমাদের লোকপুর স্বাস্থ্য কেন্দ্র চত্বর থেকে লোকপুর বাজার এলাকায় তাণ্ডব করে চলেছে। হনুমানের তাণ্ডবে গ্রামের প্রচুর লোক আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন৷

প্রশাসনের পক্ষ থেকে হনুমানকে ধরতে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ আমাদের ছেলে মেয়েরা হনুমানের ভয়ে স্কুল যেতে পারছে না৷ কেউ বাজার পর্যন্ত যেতে পারছে না৷ বনদফতর থেকে শুধু খাঁচা রেখে গিয়েছে আর কিছুই করেনি৷ প্রশাসনের উচিত তাড়াতাড়ি কিছু ব্যবস্থা গ্রহণ করা৷ দিন কয়েক আগে এই গ্রামের কাজল দত্ত হনুমানের তাড়া খেয়ে পড়ে পা ভেঙে যায়৷ তিনি একন সিউড়ি হাসপাতালে ভরতি৷

স্বাস্থ্যকর্মী সমাপ্তি গঁড়াই বলেন, ‘‘হনুমানের তাণ্ডবে আতঙ্কিত সকলেই৷ কোন দিকে এসে আক্রমন করছে কেউ কিছু বুঝতে পারছে না৷ আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্রে হনুমানের হাতে আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে৷ গুরুতর আহতদের নাকরাকোন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠাতে বাধ্য হয়েছি আমরা৷’’ কলকাতা 24

সর্বশেষ - বিচিত্র