শনিবার , ২৬ মে ২০১৮ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ১০জন আটক

Paris
মে ২৬, ২০১৮ ১০:৫৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ইলেক্ট্রনিক্স ডিভাইস ও নগদ দেড় লাখ টাকা।

আটককৃতদের মধ্যে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম বাপ্পি ও তার সহযোগী সোহেলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকী আটজনের পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার (২৬ মে) সকালে বিষয়টি   জানিয়েছেন কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মহিউদ্দিন।

এসআই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ মে) দিবাগত রাতে বরিশালের গির্জা মহল্লায় আবাসিক হোটেল ইম্পিরিয়ালে অভিযান চালানো হয়। এ সময় তিন পরীক্ষার্থীসহ সাতজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার ভোরে নগরের চৌমাথা এলাকার সৈয়দ সরকারি হাতেম আলী কলেজ সংলগ্ন মহল্লায় একটি বাসায় অভিযান চালিয়ে রেজাউল করিম বাপ্পিসহ আরও দুই পরীক্ষার্থীকে আটক করা হয়। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ইলেক্ট্রনিক্স ডিভাইস ও নগদ দেড় লাখ টাকা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই এসআই।

বাংলানিউজ

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি