শনিবার , ২৪ মার্চ ২০১৮ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইরানের ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Paris
মার্চ ২৪, ২০১৮ ১১:৪২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলার অভিযোগে ইরানের একটি কোম্পানি ও ১০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এসব ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, তারা যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কোম্পানি, সরকারি সংস্থা ও জাতিসংঘে সাইবার হামলা চালিয়ে তথ্য হাতিয়ে নিয়েছে।-খবর ওয়াশিংটন পোস্টের।

যদিও এসব হ্যাকাররা ইরানি সরকারের কর্মকর্তা হিসেবে চাকরি করছেন না। কিন্তু তারা দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিএস) হয়ে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে সাইবার হামলা পরিচালনা করছেন।

নিষেধাজ্ঞা আরোপিত ১০ ব্যক্তির একজন বাদে সবাই সিরাজভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাবনা ইনস্টিটিউটের সঙ্গে সম্পর্কযুক্ত। তারা আইআরজিএস ও ইরানি বিশ্ববিদ্যালয়ের পক্ষ নিয়ে হ্যাকিং কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ১৪৪টি ও ব্রিটেন, কানাডাসহ ২১টি দেশের ১৭৬টি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ব্যবস্থায় ব্যাপক সুসমন্বিত হামলা চালিয়েছে মাবনা ইনস্টিটিউট। তারা প্রায় ৩১ টেরাবাইট তথ্য-উপাত্ত হাতিয়ে নিয়েছে।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন বলেন, এসব আসামিরা ন্যায়বিচার থেকে পালিয়ে রয়েছেন। যারা আমাদের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে আমাদের মেধাস্বত্ব চুরি করে লাভবান হতে চান, বিচার বিভাগ অবশ্যই এ বিষয়ে তদন্ত করবে ও অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসবে।

যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক