মঙ্গলবার , ৬ মার্চ ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে ভাইয়ের হাতে ভাই খুন

Paris
মার্চ ৬, ২০১৮ ১২:৪৫ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে জমিজামা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ছোট ভায়ের লাঠির আঘাতে বড় ভায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ভূষণা গ্রামে।

গোদাগাড়ী মডেল থানার তদন্ত ওসি মোঃ আলতাফ হোসেন প্রত্যক্ষদর্শিদের বরাত দিয়ে জানান, মোহপুর ইউনিয়নের ভূষণা গ্রামের মৃত বেলায়েত আলীর দুই ছেলে আব্দুল রহিম (৪৮) ও আব্দুল করিমের (৪০) দীর্ঘদিন হতে জমিজামা সংক্রান্ত নিয়ে বিরোধ চলে আসছিলো। তাদের দুই ভায়ের বিরোধ নিয়ে স্থানীয় ভাবে মিমাংসা করে দেওয়া হয়। বড় ভাই আব্দুল রহিম বাড়ী ঘর তৈরী করতে গেলে ছোটভাই বারবার বাধাবিঘœ করে আসছিলো।

মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে দুই ভাই মাঠের জমিতে মসুর তুলতে গিয়ে বিরোধে জড়াই। দুই ভায়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে রাগে ক্ষুন্ন হয়ে বড় ভাই আব্দুর রহিম (৪৮) কে ছোট ভাই আব্দুর করিম (৪০) জোরে মাথায় লাঠির আঘাত করলে জ্ঞানশূণ্য হয়ে পড়ে। পড়ে আতœীয় ও স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মারা গেছে বলে জানযায়।

এই ঘটনায় ছোট ভাই আব্দুর করিম পলাতক রয়েছে।

গোদাগাড়ী মডেল থানার তদন্ত ওসি আলতায় হোসেন দুপুরে বলেন, বেলা সাড়ে ১২ টার দিকে আব্দুর রহিমের মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। সবকিছু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর