শনিবার , ১৩ জানুয়ারি ২০১৮ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো রাজশাহী কলেজ

Paris
জানুয়ারি ১৩, ২০১৮ ৭:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজে অনার্স প্রথম বর্ষের (২০১৭-২০১৮শিক্ষাবর্ষ) ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কলা অনুষদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবি ও ইসলামিক স্টাডিজ এবং সংস্কৃতি বিভাগে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

প্রতিটি বিভাগের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা.হবিবুর রহমান বলেন,আমি গর্বিত এবং আনন্দিত যারা এই কলেজে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছে। আমি মনে করি এখানে অধিকতর ও অনেক মেধাবি শিক্ষার্থীই ভর্তি হয়েছে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একাডেমিক লেখা-পড়ার পাশাপাশি বি.সি.এস পরীক্ষার প্রস্তুতি নিতে। তাছাড়া মাদক সেবন থেকে নিজেকে বিরত রেখে মাদক মুক্ত সমাজ গড়ার আহ্বান জানান তিনি।

নিজ নিজ বিভাগের এ অনুষ্ঠানে বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে ৭টি বিভাগের প্রায় ১২’শ নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলো। নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহন ও আনন্দ উপভোগ করে।
স/শ

সর্বশেষ - শিক্ষা