শনিবার , ২০ আগস্ট ২০১৬ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জাতির পিতাকে হত্যার মধ্যদিয়ে দেশে জঙ্গী ও সন্ত্রাসের জন্ম হয়েছে: এমপি দারা

Paris
আগস্ট ২০, ২০১৬ ৮:০৫ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধিঃ
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে জন্মগ্রহণ করেছিল বলেই বাংলাদেশ নামের রাষ্ট্রটি আমরা পেয়েছি। তা নাহলে আজীবন পরাধীন থাকতে হতো। তাই এদেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে মেনেই রাজনীতি করতে হবে। কারণ বঙ্গবন্ধু এদেশের স্থপতি।’
শনিবার বেলা ১১টায় বেলপুকুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪১ তম সাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেলপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে পুঠিয়া-দূর্গাপুরের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় খাদ্য নিরাপত্তা পরিষদের উপদেষ্টা আলহাজ আব্দুল ওয়াদুদ দারা এসব কথা বলেন।

 
তিনি আরো বলেন, ‘১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশে জঙ্গী ও সন্ত্রাসের জন্ম হয়েছে।’

 
বেলপুকুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, জেলা আ’লীগের সদস্য গোলাম ফারুক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি কাজি শরিফ, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক সুমনউজ্জামান, বেলপুকুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলীল প্রমুখ, এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।

 
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর