বুধবার , ১৬ আগস্ট ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জঙ্গলের গভীরে পরিত্যক্ত শিশু, বাৎসল্যের পরীক্ষায় মানুষকে হারাল কুকুর

Paris
আগস্ট ১৬, ২০১৭ ৯:৪৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাতসকালে জঙ্গলের রাস্তায় উদ্ধার হল এক সদ্যোজাত পুত্রসন্তান৷ জঙ্গলের ভেতরে তোয়ালে জডিয়ে ফেলে যাওয়া ওই শিশুর পাশে রাখা ছিল একটি বেবি লোশন ও ক্রিম৷ ঘটনাটি ঘটেছে, ভারতের মেদিনীপুরের গোলাপি চক এলাকায়।

জানা গিয়েছে, ১৬ অগস্ট সকালে স্থানীয় বাসিন্দা অজয় সিংহ কাজে যাচ্ছিলেন জঙ্গলের রাস্তা ধরে৷ তখন রাস্তার পাশে কিছু কুকুরের জটলা দেখতে পান তিনি। তিনি এগিয়ে গিয়ে দেখেন, একটি সদ্যোজাত শিশু পড়ে রয়েছে, যাকে ঘিরে রেখেছে কুকুররা। তাদের জন্যই জঙ্গলের অন্য কোনও প্রাণি শিশুটির কাছে ঘেঁষতে পারেনি।

তখনই পরিবারের লোকজন ডেকে এনে বাচ্চাটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান অজয়বাবু। তার চিকিৎসাও করানো হয়৷ বিষয়টি জানাজানি হওয়ার পর বহু দম্পতিই বাচ্চাটিকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন৷ ততক্ষণে অবশ্য খবর পৌঁছে গিয়েছে কোতোয়ালি থানায়৷ পুলিশ এসে বাচ্চাটিকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেয়৷

অজয়বাবু জানিয়েছেন, সকালে কাজে যেতে গিয়ে জঙ্গলের ভিতর শিশুটিকে আবিষ্কার করি৷ পাশে রাখা ছিল একটি বেবি লোশন ও ক্রিম৷ রাতেই বাচ্চাটির জন্ম হয়েছে বলে বোঝা যাচ্ছে।

সর্বশেষ - বিচিত্র