রবিবার , ৬ আগস্ট ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি ছাত্রলীগের

Paris
আগস্ট ৬, ২০১৭ ৪:৩২ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যারলয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. গোলাম কিবরিয়া বলেন, ‘১৯৭৫ সালে কিছু প্রেতাত্মা বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করেছিল। এর মধ্য দিয়ে সেই প্রেতাত্মারা বাংলাদেশের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজনের বিচার করলেও এখনও কিছু আসামি দেশের বাইরে পলাতক রয়েছে।’ এ সময় পলাতকদের দ্রুত খুঁজে বের করে তাদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান তিনি।

এছাড়াও মানববন্ধন শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি মাহফুজ আল-আমিন, সাদ্দাম হোসেন সজিব, হাবিবুল্লাহ নিক্সন, মিজানুর রহমান সিনহা ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুন শেখসহ বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

স/বি

সর্বশেষ - শিক্ষা