শুক্রবার , ২৬ মে ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গাঁজাসহ নিউমার্কেট থানার পুলিশ কর্মকর্তা আটক

Paris
মে ২৬, ২০১৭ ১২:২৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাজী মোতাহার ভবনের সিঁড়িতে বসে গাঁজা সেবনের সময় নিউমার্কেট থানার এক পুলিশ কর্মকর্তাকে এক পুলিশ কর্মকর্তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষদের কয়েকজন শিক্ষার্থীর কাছে হাতে নাতে ধরা পড়ে এএসআই মাকফুর রহমান।

এসময় তার সঙ্গে মইনুল নামে বকশী বাজারের এক গাঁজা ব্যবসায়ী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের গাড়ি চালক সাইফুল্লাহকে গাঁজা সেবন অবস্থায় আটক করা হয়। তবে ঘটনা স্থল থেকে পালিয়ে যায় চালক সাইফুল্লাহ।
প্রত্যক্ষদর্শী আইন অনুষদের শিক্ষার্থী শরিফুল হাসান শুভ, সাজ্জাদ হোসেন, শেখ সুজন, জিয়াউল ইসলাম জিকু, রেজাউল ইসলাম এ বিষয়টি জানান।

এদিকে, শাহবাগ থানায় সোপর্দ করা হলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত কোনও জিডি বা মামলা হয়নি বলে জানিয়েছেন ডিউটি অফিসার এসআই ভজন। তিনি বলেন, ‘এ ব্যাপারে ওসি স্যার সিদ্ধান্ত নেবেন।’ সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়