রাজশাহীতে ব্যবসায়ীর গোডাউন থেকে মজুদকৃত ১৩৪ বস্তা চিনি জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর সাহেব বাজারের মুদি ব্যবসায়ী আলী আহাম্মদের গোডাউন থেকে মজুদকৃত ১৩৪ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। অবৈধভাবে মজুদ করায় এ সময় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মজুদ করা চিনি সরকারি দামে বিক্রি করা হয়।

আজ সোমবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার এলাকায় এই অভিযান পরিচানলা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সেলিম। তিনি বলেন, চিনির কৃত্রিম সংকট তৈরি করায় আজ থেকে রাজশাহীর বিভিন্ন চিনির দোকান ও গোডাউনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে থাকবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। কেউ চিনির কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে অভিযান শেষে মজুদ করা চিনি সাহেব বাজার এলাকায় সরকারি নির্ধারিত দাম ৯০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

স/আর